সাভারে ১১ দলীয় প্রার্থী দিলশানা পারুল

সাভার-আশুলিয়াকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে হবে

সাভার-আশুলিয়াকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাস মুক্ত করতে হবে, মহাসড়কের দুই পাশের ময়লার ডার্ম্পিজোন সরাতে বলে ঘোষণা দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত দিলশানা পারুল।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে ১১ দলীয় প্রার্থী দিলশানা পারুল
সাভারে ১১ দলীয় প্রার্থী দিলশানা পারুল |নয়া দিগন্ত

সাভার-আশুলিয়াকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাস মুক্ত করতে হবে, মহাসড়কের দুই পাশের ময়লার ডার্ম্পিজোন সরাতে বলে ঘোষণা দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত দিলশানা পারুল।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার থানা রোডের একটি রেষ্টুরেন্টে মিট দ্যা প্রেসে সাভার-আশুলিয়ার ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

দিলশানা পারুল বলেন, সাভার-আশুলিয়াকে শিল্প ও ব্যবসাবান্ধব করতে হবে। নারীদেরসহ সবার চলাফেরা নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলশানা পারুল বলেন- আমি এ এলাকারই মেয়ে, এলাকার মানুষ চাঁদাবাজি ও সন্ত্রাসীদের দ্বারা অতিষ্ঠ। সাভার-আশুলিয়ার কাঠগড়া, জিরাব, জামগড়াসহ বিভিন্ন স্থানে গামের্ন্টস কারখানা রয়েছে একটি নির্দিষ্ট দল আগের কথা বাদ দিয়ে বিগত ১০ মাসে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে শক্তিশালী মানুষের যে রেকর্ড আছে,অন্য সব বাদ দিয়ে ওই রেকর্ড আমাকে নির্বাচিত করবো। তিনি নির্বাচিত হলে ইনসাফের রাজনীতি ও জুলাই চার্টার বাস্তবায়ন করবে বলে জানান।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটরি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম বলেন- জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিদ্ধান্তে ইতোমধ্যে জামায়াত ও খেলাফত মজলিসসহ অন্য সবাই তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। কিন্তু লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চৌধুরী হাসান সরওয়ার্দী জোট এবং তার দল তাকে নিষেধ ও ব্যবস্থা নিলেও তিনি প্রচারনা করছেন।

তিনি বলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চৌধুরী হাসান সরওয়ার্দী জোটের প্রার্থী না। আমাদের ঢাকা-১৯ (সাভারে-আশুলিয়া) ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত দিলশানা পারুল।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, সাভার থানা আমির মো: আব্দুল কাদেরসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।