চট্টগ্রামের চন্দনাইশে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (৫ জুলাই) দুপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ ৯ নম্বর ওয়ার্ড গাছবাড়িয়া এলাকায় নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত মসজিদ কমপ্লেক্স।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার ও মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন আ: ছালাম খান এবং উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার ওসি মো: নুরুজ্জামান।
এতে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এম এ হাশেম রাজু, জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: শাহাদাত হোসেন, চন্দনাইশ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন, পৌর জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিল্প উদ্যোক্তা আব্দুল মন্নান, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হানসহ স্থানীয় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।