সিলেটে পাথর লুটপাট মামলার আসামি গ্রেফতার

চলতি বছরের আগস্টে জাফলং জিরোপয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত এবং ঘটনার পর থেকে তিনি পলাতক অবস্থায় ছিলেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার আনোয়ার হোসেন
গ্রেফতার আনোয়ার হোসেন |নয়া দিগন্ত

সিলেটের জাফলং জিরোপয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা আরো দুই মাদকসেবীকে আটক করা হয়।

রোববার (১৬ নভেম্বর) গ্রেফতার আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে জাফলং জিরোপয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত এবং ঘটনার পর থেকে তিনি পলাতক অবস্থায় ছিলেন। তার গোপন আস্তানায় মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম তালুকদার জানান, রোববার গ্রেফতার আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পাথর লুটের মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৭-৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরোপয়েন্ট থেকে প্রায় ৪০-৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।