কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগজিন, তিন রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত-সংলগ্ন আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক আরিফুল ইসলাম চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২ এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে এক বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চরচিলমারী বিওপির নায়ক সুবেদার সজল কুমারের নেতৃত্বে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক আরিফুল ইসলামকে অস্ত্র আইনের মামলাসহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।



