ময়মনসিংহ-১০ আসনে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে সাতজনের মনোনয়ন বৈধ এবং পাঁচজনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ময়মনসিংহ-১০ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫
ময়মনসিংহ-১০ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫ |নয়া দিগন্ত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে সাতজনের মনোনয়ন বৈধ এবং পাঁচজনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৪ জানুয়ারি) ময়মনসিংহ ডিসি অফিসের সম্মেলন কক্ষে শুরু হয় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের যাচাই-বাছাই কার্যক্রম। আসনটিতে মোট ১৫ জন ক্রয় করে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৫ জনের বাতিল এবং সাতজনের মনোয়ন বৈধ হয়।

যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মো: সাইফুর রহমান ঘোষিত মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র মতিউর রহমান, ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি, সম্পদের হলফনামার তথ্য সঠিক পাওয়া যায়নি।

স্বতন্ত্র- (বিএনপি) মুশফিকুর রহমান, ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি এবং অঙ্গিকারনামায় স্বাক্ষর নেই।

স্বতন্ত্র- (বিএনপি) এ বি সিদ্দিকুর রহমান , ঋণখেলাপী ও ১ % ভোটারের সমর্থন পাওয়া যায়নি।

স্বতন্ত্র (বিএনপি) এডভোকেট আল ফাত্তাহ খান, ১% ভোটারের সমর্থন পাওয়া যায়নি। স্বতন্ত্র- (বিএনপি) আলমগীর মাহমুদ আলম, ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি।

এছাড়া এই আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল, বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, গণসংহতির আন্দোলনের শামসুল আলম, জাতীয় পার্টির আল আমীন সুহান, এলডিপির মাহবুব মুর্শেদ, কমিউনিস্ট পার্টি- সিপিবি অ্যাডভোকেট সাইফুস সালেহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

রিটার্নিং কর্মকর্তা আরো জানিয়েছেন, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতায় সন্তুষ্ট হওয়ার কথাও জানান তিনি।