কুষ্টিয়ায় মসজিদভিত্তিক পাঠাগারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা বইয়ের তালিকায় স্থান পেয়েছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একাধিক বই। মসজিদের লাইব্রেরিতে এসব বই বিতরণ নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক বলছেন, ২৪-এর জুলাইয়ের আগের প্রকল্পে এই বই অন্তর্ভুক্ত ছিল, ভুলবশত এবারো সেগুলো বিতরণ করা হচ্ছিল, পরে তা বাদ দেয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, জেলায় বর্তমানে ২০০ থেকে ৩০০টি মসজিদভিত্তিক পাঠাগার পরিচালিত হচ্ছে। ২০২৩ সালে নতুনভাবে ১৯টি পাঠাগার অনুমোদন পায়। মসজিদভিত্তিক এসব পাঠাগারের জন্য ঢাকা থেকে কিছু বই পাঠানো হয়। এসব বইয়ের মধ্যে ‘মুজিব বচন’, ‘ইতিহাসের রক্ত পলাশ পনেরই আগস্ট’, ‘দ্বি জাতি তত্ত্বের বিষবৃক্ষ’, ‘বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু মুজিব’সহ নানা ধরনের বই অন্তর্ভুক্ত ছিল।
মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবকে নিয়ে লেখা বই থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ধর্মীয় পাঠাগারে কোরআন-হাদিস সংক্রান্ত বই থাকার কথা, সেখানে বঙ্গবন্ধুর ওপর লেখা বই কিভাবে এলো? জুলাই বিপ্লবের পর এমন রাজনৈতিক প্রভাব দেখার আশা করিনি।’
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কুষ্টিয়ার উপ-পরিচালক হেলালুজ্জামান জানান, বইগুলো ২০২৩ সালে পাঠানো হয়েছিল। লোকবল সংকটের কারণে প্রতিটি বই চেক করা সম্ভব হয়নি। জানতে পেরে বইগুলো বাদ দেয়া হয়েছে। আমরা ইচ্ছে করে বইগুলো দেয়নি, তবে আমাদের অসাবধানতায় এই মারাত্মক ভুল হয়েছে। আশা করি আর ভুল হবে না।



