চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশু নুর আব্দুল্লাহকে হত্যার ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মামলার এজাহারে তাদের নাম থাকায় ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন— মো: মাহফুজ (৩৩), বিবি রহিমা (৫৫) ও আমজাদ হোসেন প্রকাশ বাদশা মিয়া (২৮)। তারা সবাই দক্ষিণ সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মোস্তফা ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, বিরোধের জেরে মো: দ্বীন ইসলামসহ কয়েকজন নিহত শিশু আব্দুল্লাহর দাদি ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় শিশু নুর আব্দুল্লাহ তার দাদির কাছে গেলে তাকে মাথায় আঘাত করেন দ্বীন ইসলাম। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, তিন বছর বয়সী শিশু নুর আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় তার মা জোসনা আরা একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।



