১০ কোটি টাকার বৈধ বালু মহাল ঘিরে প্রকাশ্যে স্পিডবোটে অস্ত্রের মহড়া

স্পিডবোটে করে সশস্ত্র অবস্থায় কয়েকজন বালুবাহী নৌকা ঘিরে ফেলে। এ সময় হাতে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা চাঁদা দাবি করে। মাঝিরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি প্রদান করেন তারা।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করার দৃশ্য
অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করার দৃশ্য |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ৯ কোটি ৬০ লাখ টাকায় সরকারিভাবে ইজারা নেয়া বালু মহালকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীর সাড়াঘাট এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে বৈধ ব্যবসায়িক কার্যক্রম। অন্যদিকে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অনুসারীদের প্রকাশ্যে সশস্ত্র মহড়ার কারণে নদীপথ এখন আতঙ্কের নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান চলতি অর্থবছরে লালপুর বালু মহালের এক বছরের ইজারা নেয় নাটোর জেলা প্রশাসনের কাছ থেকে। নিয়মতান্ত্রিকভাবে কাজ শুরু করতে গিয়ে তারা বাধার মুখে পড়ে যখন তাদের বালুবাহী নৌকা নদীপথে সাড়াঘাট অতিক্রম করতে গেলে দুর্বত্তরা প্রকাশ্যে স্পিডবোটে করে নদীতে মহড়া দিয়ে নৌকাগুলো থামিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, স্পিডবোটে করে সশস্ত্র অবস্থায় কয়েকজন বালুবাহী নৌকা ঘিরে ফেলে। এ সময় হাতে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা চাঁদা দাবি করে। মাঝিরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি প্রদান করেন তারা।

এ বিষয়ে মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম মোল্লা বলেন, আমরা সরকারকে প্রায় ১০ কোটি টাকা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছি। অথচ কিছু চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চাঁদা তুলছে। আমরা আইনের প্রতি আস্থা রাখি। তবে প্রশাসনের কাছ থেকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা চাই।

এ বিষয়ে লক্ষীকুঞ্জা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান মাহমুদ তুহিন বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।