বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনাঞ্চলে অবৈধভাবে গড়ে ওঠা একটি নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পুঁইছড়ি ইউপির বশিরা বাড়ি এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের সমন্বিত অভিযানে এই ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, পুঁইছড়ির বশিরা বাড়ি এলাকায় সরকারি বনাঞ্চলে অবৈধভাবে গড়ে ওঠা বাড়িটির মালিককে বারবার সতর্ক করা হলেও তিনি সরকারি আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন জানান, বারবার সতর্ক করার পরও অবৈধ নির্মাণাধীন বাড়িটি সরানো না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। সরকারি বনাঞ্চল রক্ষা ও অবৈধ দখলরোধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।



