বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টিমের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশবরণ্যে সাবেক ক্রিকেটাররা। শনিবার রাতে তার জিন্দাবাজারস্থ কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটের ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। আগামীতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সকলেই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার রাহাত সামছ, অ্যাডহক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, অ্যাডহক কমিটির সদস্য ও বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট দলের ব্যাটিং কোচ সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, সিলেটের ডিভিশনাল কোচ ইমন আহমদ, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া ও ইমতিয়াজ আহমদ জগলু প্রমূখ।
মতবিনিময়ের সময় ড. এনামুল হক চৌধুরী বলেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার নগ্ন দলীয়করণের মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাদের দলীয়করণের ভয়াল থাবা থেকে দেশের ক্রীড়াঙ্গনও রক্ষা পায়নি। আমাদের নেতা তারেক রহমান যথা স্থানে যথাযোগ্য নেতৃত্ব বসাতে চান। ক্রিকেটের নেতৃত্ব প্রকৃত ক্রিকেটারদের হাতে থাকলে জাতি উপকৃত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্ব করতে এমন নেতৃত্ব বাছাই করা উচিত যার ক্রিকেটের সাথে সম্পর্ক রয়েছে এবং যিনি ক্রিকেটের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে সকল দিক থেকে এগিয়ে নেতে নেপথ্যে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রেখে সিলেট তথা দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা নিতে সাবেক ক্রিকেটারদেরকে এগিয়ে আসতে হবে। আমরা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।