চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রশিবির।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জয়কালী হাট থেকে মিছিলটি শুরু হয়ে আনোয়ারা থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ শিবির সভাপতি মিশকাতুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন। তিনি বলেন, ‘ছাত্রলীগের পেশিশক্তির রাজনীতি থেকে শিক্ষা না নিয়েই ছাত্রদল একই পথে হাঁটছে। এভাবে চলতে থাকলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতো হবে।’
সমাবেশে জেলা অর্থ সম্পাদক আব্দুল হামিদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, জেলা স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আমির উদ্দিন, উপজেলা সেক্রেটারি সাকিব হাসনাত, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেনসহ নেতাকর্মীরা