শিবচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, দোকান, মার্কেট, পৌরবাজার, বাংলাবাজার ও চান্দেরচর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
নির্বাচনী গণসংযোগ
নির্বাচনী গণসংযোগ

মাদারীপুরের শিবচরের বিভিন্ন এলাকায় ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, দোকান, মার্কেট, পৌরবাজার, বাংলাবাজার ও চান্দেরচর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার আমির ও মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা, সেক্রেটারি মো: ইউসুফ হাওলাদার, শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির ডা: মোহাম্মদ বেলায়েত হোসেন, শিবচর পৌর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন খান, শিবচর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাইনুল ইসলাম সিদ্দিকী, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মুফতি রায়হান মাহমুদ, শিবচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মুজাহিদ তালুকদার ও বিল্লাল শিকদারসহ অন্য নেতারা।

শিবচর উপজেলা জামায়াতের আমির সারোয়ার হোসাইন মৃধা বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সব মানুষের অধিকার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বৈষম্যহীন, শোষণমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবেন, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আমাদের নির্বাচনী কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে গ্রামের অলি-গলিতে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ। ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসনমুক্ত বৈষম্যহীন ইসলামিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ভোট দেন এবং পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করুন। বাংলাদেশকে একটি আদর্শ ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করুন।’