ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীতের শিক্ষেক নিয়োগের প্রতিবাদ ও শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ ও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাস্তবায়ন কমিটির নেতারা। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: মাহবুবুল আলম।
এসময় সংগঠনের সভাপতি অধ্যাপক মো: মুহিবুল্লাহ, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ফোরামের মহাসচিব আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, সংগীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এর ব্যতিক্রম হলে দেশের ইসলামপ্রেমিক জনগণ রাজপথে নামতে বাধ্য হবেন।