পঞ্চগড় সাদা কুয়াশায় ঢাকা পড়েছে। রোদহীন আকাশ। বইছে হিম বাতাস। কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কনকনে শীতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস।
এ সময় বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ ছিল এবং গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় সাত থেকে আট কিলোমিটার।
পঞ্চগড়ে কয়েক দিন ধরে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটারের মাঝে রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষ গাছের পাতা ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রাতে চট গায়ে দিয়ে ঘুমাচ্ছে। শীতের কারণে বোরোর বীজ তলা, রসুন ও পেঁয়াজসহ রবি শস্যে ব্যাপকহারে ক্ষতি হচ্ছে। বিকেল থেকে কুয়াশা পড়ছে। সন্ধ্যার পর হাট-বাজারে মানুষের সমাগম কম দেখা যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, গত ১২ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সামনে আরো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।



