পূর্বধলায় ১৯ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

হোগলা বাজারে হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে ডাকাতির মামলার প্রধান আসামি তিনি। এছাড়া হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরক, চাঁদাবাজি, মারামারি, দস্যুতা ও চুরিসহ মোট ১৯টি মামলায় তার নাম রয়েছে।

Location :

Netrokona
১৯ মামলার আসামি বুলবুল মীর
১৯ মামলার আসামি বুলবুল মীর |নয়া দিগন্ত

ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় যুবলীগের সহ-সভাপতি ও ১৯ মামলার আসামি বুলবুল মীরকে গ্রেফতার করেছে পূর্বধলা থানা ও জেলা (ডিবি) পুলিশ ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম তার গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।

এর আগে এদিন সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বুলবুল মীর উপজেলার হোগলা ইউনিয়নের চলিত ডহর গ্রামের সুরুজ আলী মীরের ছেলে।

পুলিশ জানায়, হোগলা বাজারে হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে ডাকাতির মামলার প্রধান আসামি তিনি। এছাড়া হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরক, চাঁদাবাজি, মারামারি, দস্যুতা ও চুরিসহ মোট ১৯টি মামলায় তার নাম রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোগলা ইউনিয়নজুড়ে বুলবুল মীরের দাপট ছিল প্রবল। যুবলীগের পরিচয় ব্যবহার করে তিনি মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ করত।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম বলেন, ‘বুলবুল মীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’