নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে বন্দরের মদনপুর এলাকায় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা শাখার সাবেক আমির দেওয়ান মো: খোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার আমির অধ্যাপক মমিনুল হক সরকার।
প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আশরাফুল ইসলাম ভূঁইয়া ও সোনারগাঁও উত্তরের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আমির ইসহাক মিয়া, উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা প্রমুখ।
এ সময় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জামায়াতে ইসলামীর সভাপতি, সাধারণ সম্পাদক ও থানা কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।