রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি ও খলিলুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অভিযোগে শিক্ষক ও পরীক্ষার্থীসহ ১২ জনকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, পরীক্ষার বিভিন্ন ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্রের ফাঁকা স্টাম্প, চেকসহ পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের বাসায় অভিযান চালিয়ে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইসসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আরাজি কুমারপুর ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন, দামালগঞ্জ এলাকার
ময়নাল হকের ছেলে আনোয়ার হোসেন, নাগেশ্বরী পৌরসভার বিদ্যুৎ পাড়া এলাকার বাহাদুর আলীর ছেলে মিনারুল ইসলাম, খামার নকুলা এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে শাহজামাল, নাগেশ্বরী পৌরসভার কাজীপাড়া এলাকার মরহুম আবুল কাশেমের ছেলে বাবু ইসলাম, নাগেশ্বরী পৌরসভার বারাডাঙ্গা এলাকার মরহুম জয়নাল আবেদীনের মেয়ে মোসা: জান্নাতুল নাঈম, নাগেশ্বরী পৌরসভার আজিজার রহমানের ছেলে আব্দুল লতিফ, ফুলবাড়ীর ভাঙ্গারমোর এলাকার মরহুম নজির হোসেনের ছেলে শরিফুজ্জামান সিদ্দিকী, মাদারীপুরের শিবচর উপজেলার আব্দুল মালেকের ছেলে হিমেল মাহমুদ, মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার ইদ্রিস মোড়লের মেয়ে চামেলী আক্তার ও ঝালাকাঠির কাঠালিয়ার হারুন খানের ছেলে মাহবুব খান।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, পরীক্ষা শুরুর আগেই গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষার বিভিন্ন মালামাল ও দালাল, শিক্ষক এবং শিক্ষার্থীসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।



