কুমিল্লার চান্দিনায় দুই গ্রামের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবক মিশু আহমেদের (৩৪) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ১৩ জুন দোল্লাই-নবাবপুর বাজার সংলগ্ন লেবাস গ্রামে মোটরসাইকেল ও ট্রাক্টর দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।
নিহত মিশু আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের লেবাস গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
ভাইয়ের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে মেহেরুন্নেছা মিতু বলেন, আমার ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যারা হত্যা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলাম জানান, দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় মিশু আহত হয়ে মারা গেছেন। ঘটনায় ভুক্তভোগী ও ইউপি সদস্য খলিলুর রহমান ১০ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে ৩২৬ ধারায় মামলা করেন। ওই মামলায় ৩০২ ধারা যুক্ত করতে আমরা আদালতে আবেদন করব।