নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক, আর্ন্তজাতিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক মাসুমুর রহমান খলিলীর মা মোমেনা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, মোমেনা বেগম একজন মহিয়সী নারী। তর সন্তানেরা বিভিন্নভাবে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ খেদমতে নিয়োজিত। আমাদের সাতকানিয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে তিনি তার সন্তানদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলেছেন।
স্মৃতিচারণ করে তিনি বলেন, মরহুমার বড় ছেলে মাহফুজুর রহমান খলিলী আমার বাল্যবন্ধু। সেই হিসেবে আমি মরহুমাকে একজন ধার্মিক, দায়িত্বশীল ও মহিয়সী অভিভাবক হিসেবে পেয়েছি।
তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



