বান্দরবান জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

থানচি উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবান জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বান্দরবান জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট |নয়া দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা স্টেডিয়ামে ৬৯পদাতিক বিগ্রেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে বান্দরবানের পুলিশ সুপার মো: আবদুর রহমান, ৬৯ পদাতিক বিগ্রেড এর জিএস টু মেজর পারভেজ রহমান, নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মুনসুর, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সমাপনী দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ও থানচি উপজেলা ফুটবল দল। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ১-০ গোলে থানচি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।