বগুড়ায় জাতীয় শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

বগুড়া সদর থানার কলোনী এলাকায় পৃথকস্থানে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
পিয়াস আহমেদ ও মো: আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ
পিয়াস আহমেদ ও মো: আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

বগুড়ায় ছাত্রজনতার গণআন্দোলনে হামলার ঘটনায় মামলায় পলাতক বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো: আব্দুস সালামকে (৬৮) গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: পিয়াস আহমেদকেও (৩২) গ্রেফতার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সদর থানার কলোনী এলাকায় পৃথকস্থানে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, বিশেষ অভিযান চালিয়ে পিয়াস আহমেদকে কলোনী তাজমা সিরামিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া রাত ১১টার দিকে আরেক অভিযানে একই এলাকার কলোনী থেকে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।