বাগেরহাটে এবার আসন পুর্নবহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু হয়।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি |নয়া দিগন্ত

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে হরতাল, অবরোধ, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির পর এবার অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির গণস্বাক্ষর কর্মসূচি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণ ও সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূতিতে অংশ নেয়। এ সময় উপস্থিত সবাই নির্ধারিত স্বাক্ষর বইতে নিজের নাম ও স্বাক্ষর দেন। এর আগে সর্বদলীয় সম্মিলিত কমিটির চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো: ইউনুস আলী বলেন, ‘দূর্গাৎসব, ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের কর্মসূচি আপতত বাতিল করেছি। উচ্চ আদালত ১০ দিনের রুল জারি করেছেন। আশা করি আমরা ন্যায়বিচার পাবো। যতদিন পর্যন্ত আমরা চারটি আসন না ফিরে পাব ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এছাড়া পূজার পরে আরো কঠিন ও কঠোর কর্মসূচি পালন করা হবে।