মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে মির্জাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: জুয়েল হাওলাদারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পিপড়াখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল হাওলাদার ওই গ্রামের মরহুম মোকছেদ আলী হাওলাদারের ছেলে এবং মির্জাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়েল হাওলাদার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর মামলার আসামি। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।



