কাউখালীতে কুল চাষে ভাগ্য পরিবর্তন কৃষক দেলোয়ার হোসেনের

বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ কুল বাজারে বিক্রি করতে পারবেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার কুল বাজারে বিক্রি করেছেন।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কুল চাষে ভাগ্য পরিবর্তন কৃষকের
কুল চাষে ভাগ্য পরিবর্তন কৃষকের |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে কুল চাষে কৃষক দেলোয়ার হোসেনের (৬২) ভাগ্য পরিবর্তন হয়েছে। কুল চাষ করে পেয়েছেন সফলতা।

দেলোয়ার হোসেন উপজেলার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা। উপজেলা কৃষি অধিদফতরের এসএসিপি প্রকল্পের আওতায় ৫০ শতাংশ জমিতে বল সুন্দরী কুল চাষ করেন তিনি।

কৃষক দেলোয়ার হোসেন জানান, তার ওই জমিতে তিনি বছরে একবার ধান চাষ করেন। ধান চাষ করে তেমন লাভ না হওয়ায় তিনি একই জমিতে প্রায় ২০০টি বল সুন্দরী কুল গাছ রোপণ করেন। বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ কুল বাজারে বিক্রি করতে পারবেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার কুল বাজারে বিক্রি করেছেন।

তিনি আরো জানান, বাগানে যে কুল আছে, এতে আরো প্রায় দুই লাখ টাকার কুল বাজারে বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক মাঠ পরিদর্শন করা হয় এবং কৃষকদের পরামর্শসহ বিভিন্ন সময় প্রশিক্ষণ দেয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার জানান, অনাবাদি জমিতে আবাদের আওতায় আনার জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।