শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক গ্রেফতার

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেওয়া পশ্চিম খণ্ড (কামারপট্টি) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
অস্ত্রসহ গ্রেফতার আকাশ মিয়া
অস্ত্রসহ গ্রেফতার আকাশ মিয়া |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ আকাশ মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেওয়া পশ্চিম খণ্ড (কামারপট্টি) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানা যায়, গ্রেফতার আকাশ মিয়া শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (কামারপট্টি) এলাকার আব্দুল করিমের ছেলে।

গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, ‘যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেওয়া পশ্চিম খণ্ড (কামারপট্টি) এলাকায় কতিপয় দুষ্কৃতিকারী অস্ত্রসজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে র‌্যাব ও সেনাবাহিনী যৌথভাবে সেখানে অভিযান চালায়। পরে সেখানে আকাশ মিয়ার ভাঙারি দোকানে রাখা ড্রামের আড়াল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অপরাধে আকাশ মিয়াকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘আকাশ মিয়া মূলত অস্ত্র ভাড়া দেয়ার কারবারে নিয়োজিত ছিল। সে অস্ত্রগুলো অবৈধ পথে সীমান্ত পার করে নিয়ে এসে বিভিন্ন অপকর্মের জন্য ভাড়া দিত। কিছুদিন আগেও আমরা ফায়ারিং ইনসিডেন্ট পেয়েছি। সে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ভাড়া দিত। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে তার বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি হত্যা মামলা থাকার কথা স্বীকার করেছে, বর্তমানে এসব মামলায় সে জামিনে আছে বলেও জানায়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, ‘শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার সকালে র‌্যাব-১ আসামিকে থানায় সোপর্দ করে, এ ঘটনায় একটি অস্ত্র মামলা রুজু হয়েছে। দুপুরে আসামি আকাশ মিয়াকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’