বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতি : গ্রেফতার ৫, নগদ টাকা উদ্ধার

এসময় ডাকাতিতে ব্যবহৃত দু’টি ট্রাক ও গরু বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
গ্রেফতার ব্যক্তিরা
গ্রেফতার ব্যক্তিরা |নয়া দিগন্ত

বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় ডাকাতিতে ব্যবহৃত দু’টি ট্রাক ও গরু বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার দক্ষিণ ছোট মানিক এলাকার রফিজুলের ছেলে মো: দিদার (৩৪), একই এলাকার অহিদের ছেলে মো: আব্দুল মান্নান (২৩), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার লক্ষীপুর এলাকার সাফিজল ব্যাপারীর ছেলে মো: সোহেল (২৮), ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার সোনাপুর, ইন্দ্রনারায়নপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: জিয়াউর রহমান (৩৫) এবং ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মজিবুর রহমান মুজের ছেলে মো: জাফর হোসেন (৪৫)।

সোমবার (১৮ আগস্ট) ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

তিনি জানান, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পারটেকুর (আশেকপুর) এলাকায় প্রাণ ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে আটটি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লাখ টাকা) এবং বিভিন্ন যন্ত্রাংশ (মূল্য প্রায় ১২ লাখ ১১ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত সম্পদের মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতি মামলা দায়ের হয়। মামলার তদন্তভার গোয়েন্দা শাখার হাতে গেলে তারা অভিযান চালিয়ে গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের মধ্যে জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।