ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক ইব্রাহিম হুসাইন নিহত হয়েছেন; তিনি দুই ছাত্রকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং বিপরীত দিকের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ইব্রাহিম হুসাইন
ইব্রাহিম হুসাইন |নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হুসাইন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামের আব্দুর রবের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ফরিদপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে স্কুল থেকে দুই ছাত্রকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে সালথা-সোনাপুর আঞ্চলিক সড়ক দিয়ে উপজেলা সদরে রওনা হন ইব্রাহিম। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিমের মৃত্যুতে ফরিদপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মাছুদুর রহমান চুন্নু গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া ক্রীড়ানুরাগী এ স্কুল শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।