পাবনার ফরিদপুরে পানিতে ডুবে জোবায়ের হোসেন (৭) এবং তিন্নি খাতুন (৯) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বেলা ১টার দিকে বাড়ির পাশের বড়াল নদের বক্কারের ঘাটে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
জোবায়ের হোসেন উপজেলার উত্তর থানাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তিন্নি খাতুন একই গ্রামের আলমগীর হোসেনের চাচাতো ভাই আবু শামার মেয়ে বলে জানা গেছে।
তিন্নি খাতুনের বাবা আবু শামা জানান, তারা বক্কারের ঘাটে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দু’জনের মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবার তাদের লাশ দাফনের ব্যবস্থা করছে।