লালমনিরহাটে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের পূর্ব ঘোষণা অনুযায়ী ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে আজ সোমবার ভোর ৬টা থেকে দিনব্যাপী রেলপথ অবরোধ চলছে।
অবরোধের কারণে ভোর সোয়া ৬টায় পার্বতীপুরগামী ৪৫৬ ডাউন লোকাল ট্রেন বুড়িমারী থেকে ছেড়ে যেতে পারেনি। অন্যদিকে পার্বতীপুর থেকে বুড়িমারীগামী ৬৫ আপ ট্রেনটি বাউরা রেল স্টেশনে থামিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
ফলে পর পর দু’টি ট্রেন আটকা পড়ায় শত শত রেলযাত্রী দুর্ভোগে পড়েছে।
সংগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক কাকন সিদ্দিকী জানান, রেলপথ অবরোধের পাশাপাশি দুপর ২টা থেকে সড়ক পথ অবরোধ করা হবে। ওই কর্মসূচি শুরু হবে লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের স্থানীয় সরকারি কলেজের সামনে।
এতে বুড়িমারী থেকে ঢাকাগামী ২০-২৫টি নাইটকোচ আটকা পড়বে বলে তিনি জানান।
সড়ক অবরোধের কারণে ভারত, ভুটান ও নেপাল থেকে যেসব যাত্রী বুড়িমারী চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারাও দুর্ভোগে পড়বেন।
জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে লালমনিরহাটের মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। ইতোমধ্যে লালমনিরহাট রেল কর্তৃপক্ষ চার দফা তারিখ নির্ধারণ করেও ট্রেনটি বুড়িমারী থেকে চালু করা হয়নি। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট এসে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।