পাথরঘাটায় হরিণের গোশতসহ ২টি চামড়া জব্দ

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে হরিণের তিন কেজি গোশত ও দু’টি চামড়া জব্দ হয়েছে; শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এ এস এম জসিম, পাথরঘাটা (বরগুনা)

Location :

Patharghata
পাথরঘাটায় হরিণের গোশতসহ ২টি চামড়া জব্দ
পাথরঘাটায় হরিণের গোশতসহ ২টি চামড়া জব্দ |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটা-সংলগ্ন হরিণঘাটা বনের পাশ থেকে তিন কেজি হরিণের গোশত ও দু’টি চামড়া জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: আবুল কাশেম সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বন-সংলগ্ন এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

লেফটেন্যান্ট আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক হরিণঘাটা-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন তিন কেজি হরিণের গোশত ও দু’টি চামড়া জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জব্দকৃত হরিণের গোশত ও চামড়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।