যশোর অফিস
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন, দেশ স্বাধীন হলেও আমরা প্রকৃত মুক্তির স্বাদ পাইনি। ৫৪ বছরেও দুর্নীতি অপশাসন হত্যা নির্যাতন চাঁদাবাজি বন্ধ হয়নি। জাতি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে চেয়ে আছে। একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে। এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক নতুন অভিযাত্রা সূচিত হবে।
সভায় আরো বক্তৃতা করেন যশোর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূর-ই-আলী নূর মামুন প্রমুখ।



