স্থায়ী ক্যাম্পাসের দাবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধে রফিকুল ইসলাম খানের সংহতি

‘নির্দিষ্ট স্থানে অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ করতে হবে, না হলে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আন্দোলনে আমরা একসাথে অংশ নেবো।’

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান |সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্তরে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। তাদের অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে দাবির সাথে সংহতি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সচেতন মানুষ।

শিক্ষার্থীদের অবরোধে ঢাকা, রাজশাহী, বগুড়া পাবনামুখী চারটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নয় বছর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়নি। যা অত্যন্ত হতাশাজনক। সরকারের একটি মহল পরিবেশের দোহাই দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বিলম্ব করছে। আমাদের জানা মতে, প্রস্তাবিত জায়গা চলনবিলের অংশ নয়। অন্তবর্তী সরকারকে দ্রুত তদন্ত করে সঠিক পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেন, আমাদের উল্লাপাড়া ও শাহজাদপুরবাসীর প্রাণের দাবিকে উপেক্ষা করা যাবে না। নির্দিষ্ট স্থানে অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ করতে হবে, না হলে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আন্দোলনে আমরা একসাথে অংশ নেবো।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখনো ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে এক হাজার ২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগে অ্যাকাডেমিক কার্যক্রম চলছে। নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকল্প প্রস্তাব পাঠালেও তা এখনো অনুমোদন পায়নি।