নেত্রকোনায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

মামলা সূত্রে জানা যায়, বারহাট্রা উপজেলার প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মনকে (১৬) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার কাওসার। তবে মুক্তি রানী তা প্রত্যাখান করেন। পরে ২০২৩ সালের ২ মে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাওসার ধারালো দা দিয়ে মুক্তি রানীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
নেত্রকোনায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
নেত্রকোনায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড |সংগৃহীত

নেত্রকোনার বারহাট্রায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মনকে কুপিয়ে হত্যার দায়ে কাওসার নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, বারহাট্রা উপজেলার প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মনকে (১৬) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার কাওসার। তবে মুক্তি রানী তা প্রত্যাখান করেন। পরে ২০২৩ সালের ২ মে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাওসার ধারালো দা দিয়ে মুক্তি রানীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে কাওসার পালিয়ে যান। পরে মুক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো জানা যায়, ঘটনায় পরদিন বারহাট্রা থানায় কাওসারকে আসামি করে হত্যা মামলা করেন তার বাবা। মামলায় পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালতে সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।