মুক্তাগাছায় অসামাজিক কাজের অভিযোগে ৬ জন আটক, বাড়ি ভাঙচুর

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তারাটি ইউনিয়নের তেরিপাড়া গ্রামের এক নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে নারী-পুরুষের অবৈধ কাজ পরিচালনা করে আসছিলেন।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
অসামাজিক কাজের অভিযোগে বাড়ি ঘেরাও করে স্থানীয়রা
অসামাজিক কাজের অভিযোগে বাড়ি ঘেরাও করে স্থানীয়রা |নয়া দিগন্ত

অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশ ছয় যুবক-যুবতীকে আটক করেছে। এ সময় আটক অবস্থা থেকে এক যুবকের পালিয়ে যাওয়ার ঘটনায় ওই যুবককে বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে মুক্তাগাছার তেরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তারাটি ইউনিয়নের তেরিপাড়া গ্রামের এক নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে নারী-পুরুষের অবৈধ কাজ পরিচালনা করে আসছিলেন। সোমবার রাতেও কয়েকজন যুবক-যুবতীকে ওই বাড়িতে অনৈতিক কাজের জন্য আনা হয়। খবর পেয়ে এলাকাবাসী মঙ্গলবার সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে। পরে বিকেলে এলাকাবাসীর বিক্ষোভের মুখে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনার উপস্থিতিতে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল থেকে কিছু দূর যাওয়ার পর পুলিশের হাত থেকে আটক এক যুবক পালিয়ে যায়। পুলিশের এমন অপেশাদার আচরণে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ড সদস্য নেকাব্বর আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই নারী তার বাড়িতে অবৈধ নারী-পুরুষের কার্যকলাপ চালিয়ে আসছিল। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ করেন। দিনভর এলাকাবাসী তাদেরকে আটকে রাখলেও পুলিশ এক অভিযুক্তকে ছেড়ে দিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। পরে সেখান থেকে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনা তদন্তে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।’

আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে যে পালিয়েছে সে মামলার এজাহারভুক্ত কোনো আসামি না। এরপরও বিষয়টি তদন্ত করে দেখার কথা বলেছেন এই কর্মকর্তা।’