কবির আহমেদ

শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে

শ্রমিক সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ বলেছেন,‘দেশের শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কবির আহমেদ
ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কবির আহমেদ |নয়া দিগন্ত

‘দেশের শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে’ জানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য রেশনের ব্যবস্থা হয়। অথচ আমার দেশের খেটে-খাওয়া শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করা হয় না।’

আজ বৃহস্পতিবার মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ফেনীতে তিনি এ কথা বলেন।

কবির আহমেদ বলেন,‘শ্রমিকদের রক্ষার জন্য অতীতে কাজ করা হয় নাই। যারাই ক্ষমতায় এসেছিল তারা নিজেদের পকেট ভর্তি করেছে। নিজেদের স্বার্থ আদায়ে ব্যস্ত ছিল। সবাই এমপি-মন্ত্রী হওয়া ও লুটপাটে ব্যস্ততার দৌঁড়ে শ্রমিকরা সবসময় বঞ্চিত ছিল।’

শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী শহর শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী শহর শাখার সভাপতি জাকের হোসেন রুবেলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ খন্দকার আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, পেশাজীবী ফোরামের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মানিক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া।

এসময় আরো বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারি আবদুল মতিন ভূঁইয়া, সহ-সভাপতি আজিজুল করিম, পরিবহন ইউনিটের সভাপতি মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি মো: ওমর ফারুক, শহর সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইমরান হোসেনসহ বিভিন্ন শ্রমিক নেতারা।