সুনামগঞ্জের দোয়ারাবাজারের নাইন্দার হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে প্রশ্ন উঠায় অনুসন্ধানে নাইন্দার হাওর পরিদর্শন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে হাওরটি পরিদর্শন করেন তারা।
তদন্ত কমিটির আহ্বায়ক পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলীর মনিটরিং দফতরের নির্বাহী প্রকৌশলী এ কে এম মমিনুল ইসলাম ও সদস্য সচিব ডিজাইন সার্কেল-৯ এর উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ ফয়সাল আহসান দুই কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মাণ করা ফসল রক্ষা বাঁধের প্রকল্প পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন।
এর আগে, গত ২৩ নভেম্বর নয়া দিগন্তে প্রকাশিত রিপোর্টে অভিযোগ করা হয়, নাইন্দার হাওরের বেশির ভাগ বাঁধ অক্ষত থাকা পরও ‘সংস্কারের প্রয়োজন’ দেখিয়ে নতুন সার্ভে শুরু করেছে পাউবো। গত বছরে অক্ষত বাঁধকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রায় দুই কোটি টাকার প্রকল্প ব্যয় দেখানো হয়েছিল। এ বছরেও একই প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে বিস্ময় ও ক্ষোভ তৈরি হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি যাচাইয়ে নড়েচড়ে বসে পানি উন্নয়ন বোর্ড।
সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার পাউবো- এর উপ-পরিচালক আব্দুস সোবহান স্বাক্ষরিত এক আদেশে দুই সদস্য বিশিষ্ট এ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়।
স্বাক্ষরিত আদেশে, হাওরের বোরো ফসল আগাম বন্যা থেকে রক্ষায় বাঁধ মেরামতের প্রয়োজন আছে কি-না? থাকলে বাঁধের অ্যালাইনমেন্টসহ স্পষ্ট মতামত তিন কর্মদিবসের মাঝে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়।



