আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বুধবার পর্যন্ত বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৩৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বুধবার সংগ্রহ করেছেন ১৫ জন।
বরিশাল-৫ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় নাগরিক পার্টির মো: নুরুল হুদা চৌধুরী, খেলাফত মজলিসের এইচ এম মাহবুব আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বরিশাল-৬ আসন থেকে খেলাফত মজলিসের মো: মোশারফ হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী টিএম জহিরুল হক তুহিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ মিজান, জাতীয় ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে নাসরিন জাহান রত্না।
বরিশাল-১ আসনে জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী।
বরিশাল-২ আসনে খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ কংগ্রেস আব্দুল হক।
বরিশাল-৩ আসনের খেলাফত মজলিসের মুহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় পার্টির মো: ইকবাল হোসেন।
বরিশাল-৪ আসন থেকে ইসলামী আন্দোলনের সৈয়দ এছাক মো: আবুল খায়ের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত রিটার্নিং অফিসার লুসিকান্ত হাজং।


