পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা এলাকা থেকে একটি আহত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা নীলগাইটিকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে দেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার লোকজন নীল সাগর গাইটিকে হরিণ মনে করে ধরার জন্য তাড়া করেন। সময়ের ব্যবধানে বাঁচার জন্য নীল সাগর গাইটি পাঙ্গা নদীতে ঝাপ দেন ওই সময় এলাকার লোকজন সেখান থেকে গাইটি তুলে বেধে রাখেন। এ খবর শুনে বিজিবি সদস্যরা উদ্ধার কাজে এলাকার লোকজনকে সহায়তা করেন। তারপর,পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে নীল সাগর গাইটি নিয়ে আসেন।
পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে সীমান্ত পেরিয়ে নীলগাইটি বাংলাদেশে ঢুকেছে। কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় এর গায়ে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। স্থানীয়রা প্রথমে নীলগাইটিকে হরিণ ভেবে ধাওয়া করে। পরে পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় নীলগাইটি। সেখান থেকে স্থানীয়রা এটিকে উদ্ধার করে।
তিনি জানান, আহত নীলগাইটির চিকিৎসা চলছে। সুস্থ হলে এটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হবে।