গাজীপুরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের মালিক ও চালক নিহত

নিহতরা হলেন ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুরের কামাড়পাড়া এলাকার শাহ আলমের ছেলে ড্রাম ট্রাকের মালিক বাবুল হোসেন (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার পূর্বপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে ড্রাম ট্রাক চালক উজ্জ্বল হোসেন (৪২)।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের মালিক ও চালক নিহত
ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের মালিক ও চালক নিহত |নয়া দিগন্ত

গাজীপুরে ট্রেনের ধাক্কায় একটি ড্রাম ট্রাকের চালক ও মালিক নিহত হয়েছে। মহানগরীর দাক্ষিণখানের আক্কাস মার্কেট এলাকার রেলক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৩ সেপ্টেম্বর) জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুরের কামাড়পাড়া এলাকার শাহ আলমের ছেলে ড্রাম ট্রাকের মালিক বাবুল হোসেন (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার পূর্বপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে ড্রাম ট্রাক চালক উজ্জ্বল হোসেন (৪২)। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, গাজীপুর মহানগরীর দাক্ষিণ খান এলাকায় একটি ড্রাম ট্রাক মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সড়কের রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় ওই ট্রাকের আরোহী দু’জন মালিক ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ট্রাক মালিক বাবুল হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চালক উজ্জ্বল মিয়াকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।