নীলফামারীতে গণঅভ্যুত্থানে হওয়া শহীদদের কবরে শ্রদ্ধা

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলার চার শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
শহীদ রুবেলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন
শহীদ রুবেলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলার চার শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গায় আরাজীপাড়া গ্রামে শহীদ রুবেলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোহসীন।

এরপর পর্যায়ক্রমে নীলফামারী পৌর প্রশাসক মো: সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও জুলাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একইসাথে জেলার বাকি তিন শহীদের কবরেও শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন।

উল্লেখ্য, শহীদ রুবেল গোড়গ্রাম ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত বছরের ৫ আগস্ট গুলিতে আহত হন রুবেল। পরে তাকে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। সেদিন রাতেই নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।