সিরাজগঞ্জে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘এসো মিলি ঐক্য গড়ি, সফল সমৃদ্ধ গ্রাম গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
সিরাজগঞ্জে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা
সিরাজগঞ্জে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা |নয়া দিগন্ত

ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রহিমাবাদে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) বিকেলে রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করে রহিমাবাদ সামাজিক উন্নয়ন সংগঠন।

‘এসো মিলি ঐক্য গড়ি, সফল সমৃদ্ধ গ্রাম গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার মো: কাওসার আজম, ঢাকা সিএমএম কোর্টের এপিপি আব্দুল্লাহ আল মামুন এবং রহিমাবাদ সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি শাহ আলম।

অনুষ্ঠানে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।