গলাচিপায় পানের বরজে সংঘর্ষে ৭ জন আহত

বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব পারডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Galachipa
প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় পানের বরজে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ সাতজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব পারডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, মিঠু হাং নামের এক ব্যক্তির পানের বরজে ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় কাজের উৎপাদন নিয়ে রিদয় ও জুয়েল নামে দুই শ্রমিকের সঙ্গে মিঠুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই নারীসহ সাতজন আহত হন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।