বাংলাদেশে টাইফয়েড রোধে সারা দেশে টাইফয়েডের টিকা প্রয়োগের সিদ্ধান্ত নেয় সরকার এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা প্রদান করছে সরকার।
বুধবার (২২ অক্টোবর) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: জুবায়ের আহমেদ ও অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক আলমগীর,
শিক্ষিকারা ও অভিভাবকগণ।
জানা যায়, ১২৫ জন শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করবে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। টিকা প্রদান কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ করা গেছে।
বিষয়টি নিয়ে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: জুবায়ের আহমেদ বলেন, ‘এই টাইফয়েড টিকা প্রদান অবশ্যই সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা দেখেছি প্রতি বছর এই টাইফয়েডে আক্রান্ত হয়ে অনেক শিশু মৃত্যু বরণ করে। টিকা প্রয়োগে আর এই সমস্যাটি হবে না। আমার স্কুলের শিক্ষার্থীরা আনন্দের সাথে এই টিকা গ্রহণ করছে এবং তাদের মাঝে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। এখন পর্যন্ত কোনো সমস্যা আমার চোখে পরেনি। কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত আমি পাইনি আমি আশা করি এই টিকা প্রয়োগে বাচ্চাদের কোনো সমস্যা হবে না এবং টাইফয়েডের কারণে শিশু মৃত্যুর হার কমবে।



