‘চলনবিল বাঁচাও, ধরিত্রী রক্ষায় এগিয়ে এসো’ স্লোগানে মুখর চাটমোহর। ঋণ নয়, জলবায়ু ক্ষতিপূরণ চাই এ দাবিতে এবং চলনবিল রক্ষার আহ্বান জানিয়ে পাবনার চাটমোহরে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠনের সহযোগিতায় এবং চলনবিল রক্ষায় আমরা’র আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এ র্যালি চাটমোহর উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরা সংগঠনের আহ্বায়ক মো: হেলালুর রহমান জুয়েল।
এ সময় চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, সংগঠনের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু, নয়া দিগন্তের প্রতিনিধি নূরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন ও সাংবাদিক বকুল রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা পেতে বিশ্বসম্প্রদায়কে আরো দায়বদ্ধ হতে হবে। উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণ নয়, জলবায়ু ক্ষতিপূরণ দাবি করতে হবে।
একইসাথে দেশীয় সম্পদ ও পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানান বক্তারা।