মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল (ময়মনসিংহ)
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ৩৩তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ২৫টি মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন উপজেলা শাখার আয়োজনে দরিরামপুর তরফদার পাড়া জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতী জহিরুল ইসলাম।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারি মুজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বর্ষীয়ান আলেম হাফেজ আজিজুল হক, তালিমুস সুন্নাহ কওমি মাদরাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদরাসার পরিচালক হাফেজ নাজমুল হাসান, দারুল উলুম কওমি মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা ইদ্দিস আলী, মাদরাসারতুল মানার লি তাহফিজুল কোরআনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তোলে দেয়া হয়।



