ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় পার্টির ৩১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে অসন্তোষের কথা উল্লেখ করেছেন তারা।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাসনাত মাহমুদ তালহা বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের জন্য রাজনীতি করব। তবে এই দলে আর থাকতে চাই না। এই দলে থেকে দেশের সেবা করা কঠিন। এজন্য আমিসহ ৩১ জন পদত্যাগ করে চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।
পদত্যাগপত্রে উল্লেখ রয়েছে, আমরা দীর্ঘদিন ধরে দলীয় আদর্শ ও লক্ষ্যের প্রতি নিষ্ঠার সাথে কাজ করে আসছি।
তবে সাম্প্রতিক সময়ে দলের দিকনির্দেশনা, কার্যক্রম ও নীতিগত অবস্থানের সাথে আমরা আর একমত নই। এজন্য আমরা জাতীয় পার্টির সব পদ ও সদস্য থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমাদের সবার সম্পূর্ণ ব্যক্তিগত ও নীতিগত অবস্থান থেকে নেয়া হয়েছে।
উল্লেখ্য, আমরা ২০২৪-এর জাতীয় সংসদ নির্বাচনের সময় সবাই দল থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে লিখিতভাবে বিষয়টি অবগত করেছিলাম।
সদ্য প্রকাশিত জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিতে আমাদের নাম অন্তর্ভুক্ত করায় আমরা বিস্মিত। এমতাবস্থায় আমাদের নাম প্রত্যাহার করে নেয়ার জন্য অনুরোধ করছি এবং জাতীয় পার্টির সব পদ-পদবি থেকে আমরা পদত্যাগ করলাম।