বকশীগঞ্জে নাশকতার অভিযোগে গ্রেফতার ২

ডেভিল হান্ট অপারেশনে ওই দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
জামালপুরের ম্যাপ
জামালপুরের ম্যাপ |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার অভিযোগে হাবিবুর রহমান হাবিবুল্লাহ (৫২) ও মোজাহার আলী (৫৫) নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পৌর মালিবাগ মোড়ে থেকে হাবিবুল্লাহকে এবং মঙ্গলবার রাতে মোজাহারকে গ্রেফতার করা হয়।

হাবিবুল্লাহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মোজাহার বকশীগঞ্জ সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মুকবুল হোসেন নয়া দিগন্তকে জানান, ডেভিল হান্ট অপারেশনের ওই দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাশকতা মামলায় জামালপুর আদালতে পাঠানো হয়েছে।