জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণে লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদের জকিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, গত রোববার ও সোমবার সিলেটের গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন এলাকা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্বরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাররা হলেন সিলেট জেলার ওসামীনগর থানার ভুরুঙ্গাপুর পূর্ব তিলপাড়া গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে ছোয়াবির আহমেদ ওরফে সাব্বির (৩৯), গোলাপগঞ্জ থানার হাজীপুর নোয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৬), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার উত্তর কালনিরচর গ্রামের মরহুম আরজদ্দ উল্ল্যার ছেলে সোহেল মিয়া (৪২) ও বিশ্বম্ভরপুর থানার বাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে রুহুল আমিন (২৫)।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দু’টি প্রাইভেটকার, নগদ এক লাখ ৩০ হাজার টাকা, সাত হাজার ৮৯০ নেপালী রুপি, বিভিন্ন ব্যান্ডের ৩৪টি অ্যান্ড্রয়েড মোবাইল, সাতটি আইফোন, ২৬টি বাটন মোবাইল, পাঁচটি ট্যাব, দু’টি ল্যাপটপ, পাঁচটি বিদেশী হাত ঘড়ি, একটি বিদেশী ভিডিও ক্যামেরা, পাঁচটি শাড়ি, চারটি ছাতা, একটি ল্যাগেজ, তিনটি হ্যান্ড ব্যাগ, কম্পিউটার কি-বোর্ড, চার্জার, একটি খেলনা পিস্তল, দু’টি সুচালো সাবল, হাতুরি, দু’টি সুইস চাকু, লোহার স্কু ড্রাইভার ও গোল্ড প্রিন্টেট বিভিন্ন অলঙ্কার জব্দ করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গত ২২ জুলাই জকিগঞ্জের বারহলের খিলোগ্রামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়। এরই পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ থানার দুই ডাকাতকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়।
জকিগঞ্জে সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো: মুফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার জড়িত আরো ডাকাত দলের সদস্যদের নাম পাওয়া গেছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে।



