আ’লীগের নাশকতা ঠেকাতে ফতুল্লায় বিএনপির মিছিল

বুধবার রাতে ফতুল্লা পোস্ট অফিস থেকে পঞ্চবটী মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj

নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বুধবার (১২ নভেম্বর) রাতে ফতুল্লা পোস্ট অফিস থেকে পঞ্চবটী মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আ: খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপি ছাত্র-বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিক, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এস কে শাহিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম লিটন, আল আমিন, ফারুক সানি, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা।