ভোলার মেঘনা নদীতে তিন দিন ধরে ডুবে আছে সিরামিক কারখানার এক হাজার ৮০০ টন কাঁচামাল নিয়ে এমভি রেক্স গ্লোরি-১ নামের একটি পণ্যবাহী জাহাজ। জাহাজে থাকা ১৩ জন নাবিককে স্থানীয় জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা গেলেও তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
গত শনিবার ভোররাতে সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে অন্য আরেকটি জাহাজের ধাক্কায় জাহাজটির তলা ফেটে ডুবতে শুরু করে। রোববার সেটি পুরোপুরি ডুবে যায়।
মঙ্গলবার দুপুর পর্যন্ত তিন দিন পার হলেও এখন পর্যন্ত কোনো উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ শুরু ব্যাহত হচ্ছে। এতে নদীতে আটকে থাকা ১৫ কোটি টাকার কাঁচামালসহ জাহাজটির পুরো মালামাল ঝুঁকিতে রয়েছে।
জাহাজের কর্মচারীরা জানিয়েছেন, বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে। তারা উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজ বিপদমুক্ত করার উদ্যোগ নিচ্ছেন।
তবে এ বিষয়ে কোনো সরকারি দফতর জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া এমভি রেক্স গ্লোরি-১ জাহাজটি সিরামিক কাঁচামাল বোঝাই করে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। এরপর রোববার ভোরে বিপরীত দিক থেকে আসা এমভি সুলতান বকর নামের অপর একটি জাহাজের ধাক্কায় সেটির তলা ফেটে যায়। তখন থেকেই ধীরে ধীরে সেটি ডুবে যায়।
মঙ্গলবার বিকেলে দেখা যায়, জাহাজটির প্রায় ৮০ ভাগই পানির নিচে। কেবল মাস্তুল ও মাস্টার ব্রিজের কিছু অংশ দৃশ্যমান। নদীতে জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার আগে দ্রুত ব্যবস্থা না নিলে মালামাল ও জাহাজ উভয়ই চিরতরে হারানোর আশঙ্কা রয়েছে।
বিআইডব্লিউটিএ-এর ভোলা নদী বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই উদ্ধারকাজ শুরু করা হবে।